IHT ১ম বর্ষের প্রি-টেস্ট পরীক্ষার নোটিশ

স্মারক নং:এস.আইএইচটি/একা/২০১৭/৫৬                                                                    তারিখ:২৯/০৪/২০১৭

নোটিশ

এত দ্বারা স্পেশালাইজড ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (SIHT) এর ১ম বর্ষের শিক্ষার্থীদের বিশেষভাবে অবগত করা যাইতেছে যে, আগামী ০৭/০৫/২০১৭ ইং তারিখ হইতে তাহাদের প্রি-টেস্ট পরীক্ষা শুরু হইবে। এই মর্মে পরীক্ষার ফি বাবদ নগদ ২০০/= (দুইশত) টাকা ও সমুদয় বকেয়া আগামী ০৬/০৫/২০১৭ইং তারিখের মধ্যে হিসাব শাখায় জমাদান পূর্বক প্রবেশপত্র গ্রহনের জন্য বলা হইলো।
পরীক্ষার বিস্তারিত সময়সূচী যথাসময়ে জানানো হইবে।

(স্বাক্ষরিত)

সুফি ফারুক ইবনে আবু বকর

প্রমুখ, গুরুকুল

অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরন করা হলঃ
১. চেয়ারম্যান এর দপ্তর, গুরুকুল।
২. প্রমুখ এর দপ্তর, গুরুকুল।
৩. সকল পরিচালক, গুরুকুল ও গুরুকুলের ইন্সটিটিউট সমুহের।
৩. সকল প্রিন্সিপ্যাল, গুরুকুল এর সকল কলেজ ও স্কুল।
৪. সকল ইনচার্জ, গুরুকুল এর প্রশাসনিক বিভাগসমুহ।
৫. সকল বিভাগীয় প্রধান, গুরুকুল এর একাডেমিক বিভাগসমুহ।
৬. সব নোটিশ বোর্ড, সব ক্যম্পাস।
৭. রেজিস্ট্রার, গুরুকুল।
৮. অফিস নথি, গুরুকুল।

রেজিস্ট্রার

গুরুকুল

1 thought on “IHT ১ম বর্ষের প্রি-টেস্ট পরীক্ষার নোটিশ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।