IHT ১ম বর্ষের প্রি-টেস্ট পরীক্ষার নোটিশ

স্মারক নং:এস.আইএইচটি/একা/২০১৭/৫৬                                                                    তারিখ:২৯/০৪/২০১৭

নোটিশ

এত দ্বারা স্পেশালাইজড ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (SIHT) এর ১ম বর্ষের শিক্ষার্থীদের বিশেষভাবে অবগত করা যাইতেছে যে, আগামী ০৭/০৫/২০১৭ ইং তারিখ হইতে তাহাদের প্রি-টেস্ট পরীক্ষা শুরু হইবে। এই মর্মে পরীক্ষার ফি বাবদ নগদ ২০০/= (দুইশত) টাকা ও সমুদয় বকেয়া আগামী ০৬/০৫/২০১৭ইং তারিখের মধ্যে হিসাব শাখায় জমাদান পূর্বক প্রবেশপত্র গ্রহনের জন্য বলা হইলো।
পরীক্ষার বিস্তারিত সময়সূচী যথাসময়ে জানানো হইবে।

(স্বাক্ষরিত)

সুফি ফারুক ইবনে আবু বকর

প্রমুখ, গুরুকুল

অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরন করা হলঃ
১. চেয়ারম্যান এর দপ্তর, গুরুকুল।
২. প্রমুখ এর দপ্তর, গুরুকুল।
৩. সকল পরিচালক, গুরুকুল ও গুরুকুলের ইন্সটিটিউট সমুহের।
৩. সকল প্রিন্সিপ্যাল, গুরুকুল এর সকল কলেজ ও স্কুল।
৪. সকল ইনচার্জ, গুরুকুল এর প্রশাসনিক বিভাগসমুহ।
৫. সকল বিভাগীয় প্রধান, গুরুকুল এর একাডেমিক বিভাগসমুহ।
৬. সব নোটিশ বোর্ড, সব ক্যম্পাস।
৭. রেজিস্ট্রার, গুরুকুল।
৮. অফিস নথি, গুরুকুল।

রেজিস্ট্রার

গুরুকুল

“IHT ১ম বর্ষের প্রি-টেস্ট পরীক্ষার নোটিশ”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন