MATS, IHT এর প্রি-টেস্ট পরীক্ষার নোটিশ

স্মারক নং:এসম্যাটস্/একা/২০১৭/০৫০                                                                        তারিখ:১৯/০৩/২০১৭

নোটিশ

এত দ্বারা গুরুকুল শিক্ষা পরিবারের SMATS, SIHT ও GMATS-এর ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষের এবং ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ২য় বর্ষের শিক্ষার্থীদের অবগত করা যাচ্ছে যে, তাদের প্রি-টেস্ট পরীক্ষা আগামী ২৭/০৩/২০১৭ইং তারিখ থেকে শুরু হবে। সে প্রেক্ষিতে সমুদয় বকেয়া সহ উক্ত পরীক্ষার ফি বাবদ নগদ ১০০/= (একশত টাকা মাত্র) হিসাব বিভাগে জমাদানপূর্বক আগামী ২৫/০৩/২০১৭ইং তারিখের মধ্যে প্রবেশপত্র গ্রহনের জন্য বলা হলো।

(স্বাক্ষরিত)

সুফি ফারুক ইবনে আবু বকর

প্রমুখ, গুরুকুল

দ্র: পরীক্ষার সময়সূচী যথাসময়ে জানিয়ে দেয়া হবে।

অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরন করা হলঃ
১. চেয়ারম্যান এর দপ্তর, গুরুকুল।
২. প্রমুখ এর দপ্তর, গুরুকুল।
৩. সকল পরিচালক, গুরুকুল ও গুরুকুলের ইন্সটিটিউট সমুহের।
৩. সকল প্রিন্সিপ্যাল, গুরুকুল এর সকল কলেজ ও স্কুল।
৪. সকল ইনচার্জ, গুরুকুল এর প্রশাসনিক বিভাগসমুহ।
৫. সকল বিভাগীয় প্রধান, গুরুকুল এর একাডেমিক বিভাগসমুহ।
৬. সব নোটিশ বোর্ড, সব ক্যম্পাস।
৭. রেজিস্ট্রার, গুরুকুল।
৮. অফিস নথি, গুরুকুল।

রেজিস্ট্রার
গুরুকুল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।